জাতীয় সড়কে সরকারি বাস ব্রিজ থেকে খালে ঝুলে পড়ার পর আজ আরও দুটি পথ দুর্ঘটনা ঘটল মেমারিতে। একটি ক্ষেত্রে নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল চারচাকা গাড়ি। গাড়িতে শিশুসহ পাঁচজন ছিলেন। মেমারির পথসাথী হোটেলের কাছে জিটি রোডে ঘটে দুর্ঘটনাটি। জানা গেছে, চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সা ভ্যানকে ধাক্কা মেরে নয়নজুলিতে নেমে যায়। চারচাকা গাড়িতে থাকা পাঁচ যাত্রীই সুস্থ্য আছেন। গাড়িটি কল্যাণী থেকে রানিগঞ্জ যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা ও মেমারি থানার পুলিশ যাত্রীদের উদ্ধার করে।
অপর একটি দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় একটি পিকআপ ভ্যান। ঘটনায় গুরুতর জখম হন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেমারি-মালডাঙা রোডে ঝিকড়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি উল্টে যায়। ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়িও। এরপরই পুলিশ ও স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে পাহাড়হাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মেমারি-মালডাঙ্গা রোড। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।