ছবি: ট্যুইটার

রবিবার মুম্বাই-দুর্গাপুর স্পাইসজেট ফ্লাইট এসজি-৯৪৫ অন্ডাল বিমানবন্দরে অবতরণের আগে ঝড়ের কবলে পড়লে প্রচন্ড ঝাঁকুনিতে বেশ কয়েকজন যাত্রী জখম হন। অনেকেরই মাথায় চোট লাগে। বেশীরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিনজন যাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ডিজিসিএ এই ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।

কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ডাইরেক্টর কৈলাশ মঞ্জিল সোমবার সাংবাদিকদের জানান, মুম্বাই-দুর্গাপুর স্পাইসজেট ফ্লাইটটি রানওয়েতে নামার ২৫ মিনিট আগে অন্ডাল বিমানবন্দর থেকে ১০৯ কিলোমিটার দূরে তখন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের আওতায় ছিল। বিমানটি হঠাৎই কালবৈশাখীর প্রবল ঝড়ের কবলে পড়ে এবং প্রচন্ড ঝাঁকুনিতে বিমানের ১৮৮ জন যাত্রীর মধ্যে অনেকে আহত হয়েছেন এই তথ্য বিমানের পাইলটের মাধ্যমে জানতে পেরে আমরা বিমান বন্দরের কর্তব্যরত আধিকারিক, কর্মী ও চিকিৎসকরা যাত্রীদের চিকিৎসা দিতে তৎপরতার শুরু করে দিই। বিমান রানওয়েতে নামতেই তড়িঘড়ি সেই তথ্য জেলা প্রশাসন থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে উদ্ধার কাজ শুরু করে দিই। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই চিকিৎসার জন্য। ঈশ্বরের কৃপা এবং সকলের সহযোগিতায় আহত এই যাত্রীদের সুষ্ঠভাবে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। গুরুতর আহত কেউ নেই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখনও পর্যন্ত তিনজন যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Like Us On Facebook