আজ, বুধবার নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী দুর্গাপুরে মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। মঙ্গলবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি নেত্রী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর বুধবার দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে দুই রাজনৈতিক দলের বিক্ষুব্ধ নেতা-নেত্রী দলের বিরুদ্ধে ক্ষোভে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করলেন দুর্গাপুর মহকুমা কার্যালয়ে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কর্নেল দিপ্তাংশু চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভে বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন নেত্রী শম্পা সেন নির্দল হিসেবে মনোনয়ন জমা করলেন। এই বিষয়ে শম্পা সেন বলেন, ‘দলবদল করে কর্নেল দিপ্তাংশু চৌধুরী বিজেপিতে এসে প্রার্থী হয়েছেন অথচ বিজেপির আদি কর্মীদের কোন পাত্তাই দিচ্ছেন না। কেবলমাত্র তৃণমূল কংগ্রেস থেকে যারা আসছেন তাঁদের তিনি গুরুত্ব দিচ্ছেন। তাই বিজেপির ভোট ব্যাঙ্ক বাঁচাতেই নির্দল প্রার্থী হিসেবে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী হলাম। এবং আমি নিশ্চিত আমার জয় নিয়ে। আমি জিতলে আমার জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসর্গ করবো।’
অপরদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা করলেন জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য স্বপন ব্যানার্জী। স্বপনবাবু কংগ্রেসের সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বকে। তারপরই নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা করতে আসেন দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে। এক সময়ের সহকর্মী তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী দেবেশ চক্রবর্তীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন নির্দল প্রার্থী স্বপন ব্যানার্জী।