পথ দুর্ঘটনায় মৃত দুটি হনুমানের চাঁদা তুলে সৎকার করল হনুমান ভক্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুর্গাপুরের ভিড়িঙ্গী এলাকায় ২ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, দুটি হনুমান, মা ও একটি শিশু হনুমান ভিরিঙ্গী মোড়ের কাছে ২নং জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি গতিমান ট্রাক হনুমান দুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনা সকলেই চোখের সামনেই ঘটে। অন্যান্য হনুমানগুলিও পরিবারের দুই সদস্যকে হারিয়ে শূণ্য দৃষ্টিতে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে বলে স্থানীয়রা জানান। এতেই সকলের মন কেমন করে ওঠে। স্থানীয় মানুষ মৃত হনুমান দুটির সৎকার করার জন্য চাঁদা তুলে ধর্মীয় রীতি মেনে গলায় মালা পরিয়ে ধূপ-ধুনো সহকারে মন্ত্র উচ্চারণ করে হনুমান দুটিকে সমাধিস্থ করেন।

Like Us On Facebook