বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রেমিকের কথায় স্বামীকে ডিভোর্স দেওয়ার পর প্রেমিক এখন বিয়ে করতে অস্বীকার করছে বলে অভিযোগ এক মহিলার। এই ঘটনাকে ঘিরে কার্যত ধুন্ধুমার বেধে গেল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে।
এদিন সন্ধ্যায় এক মহিলাকে চিৎকার-চেঁচামেচি করতে শোনা গেল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনের মার্কেটের একটি সাইকেলের দোকানের সামনে। মহিলার অভিযোগ, ওই দোকানের মালিক তাঁকে প্রেমের জালে ফাঁসিয়ে দিনের পর দিন সহবাস করে গেছেন। প্রেমিকের কথায় ওই মহিলা তাঁর স্বামীকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেন বলে অভিযোগ। মহিলার অভিযোগ, ডিভোর্সের পর এই প্রেমিক তাঁকে বিয়ে করতে অস্বীকার করছে। জানা গেছে, মহিলার প্রেমিকও বিবাহিত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় প্রেমিক তথা দোকান মালিকের স্ত্রী। স্ত্রী ও প্রেমিকার মধ্যে রীতিমতো চুলোচুলি ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চারিপাশে উৎসাহী জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। মহিলা পুলিশ ওই দু’জন বিবাহিত মহিলাকে থানায় নিয়ে যায়। মহিলা যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ওই মহিলার যাবতীয় অভিযোগ অস্বীকার করে ওই মহিলার বিরুদ্ধে পাল্টা ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনেন। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টারে।