দুর্গাপুরে দামোদর ব্যারেজে ফের লক গেট মেরামতির কাজ আজ রাতে শুরু হচ্ছে। ব্যারেজের উপর দিয়ে রাতে যান চলাচল বন্ধ রাখতে প্রশাসন থেকে নির্দেশ জারি করা হয়েছে। জানা গেছে, দুর্গাপুর ব্যারেজের ১৭ ও ২২ নম্বর লকগেটের অবস্থা খারাপ থাকায় তা বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই জন্য ২২-২৬ জুলাই প্রতিদিন রাত ১১ টা থেকে পরদিন ভোর ৪ টে পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের উপর যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিল বাকুড়া জেলা প্রশাসন৷ যদিও অ্যাম্বুলেন্স, দমকল সহ জরুরী পরিষেবার গাড়ি চলাচল করতে পারবে। এর ফলে প্রায় ৫০ কিলোমিটার ঘুরে রানিগঞ্জের মেজিয়া হয়ে বাঁকুড়া যেতে হবে সমস্ত যানবাহনকে।
জানা গেছে, এক একটি লকগেট বদলাতে প্রায় ৫০ লক্ষ টাকার মতো খরচ হবে, যদিও গেটের মাপের উপর নির্ভর করবে খরচা বলে সেচ দফতর সূত্রে খবর। ৩৪টি লকগেটের মধ্যে সতেরোটা মেরামতি করা হবে আর ১৭ ও ২২ নম্বর গেট দুটি সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে। সেচ দফতরের এক্সিকিউটিভ মেক্যালিকেল ইঞ্জিনিয়ার গৌতম বোস জানালেন, ট্রাফিক বিভাগের সঙ্গে যোগসূত্র রক্ষা করে চলছে সেচ দফতর। মানুষের কিছুটা অসুবিধা হবে, কিন্তু কিছু উপায় নেই বলে সেচ দফতরের এই আধিকারিক জানিয়েছেন। দুর্গাপুর ব্যারেজের এই গুরুত্বপূর্ণ রাস্তা রাতে বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে বীরভূম হয়ে বাঁকুড়া দক্ষিণ ভারতে যাওয়া আসা করার ক্ষেত্রে বড় রকমের সমস্যা হবে।উলেখ্য, গত বছর অক্টোবর মাসে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভেঙে বিপত্তি বাধে। দাবি উঠেছিল লকগেট বদলানোর। এরপরই ধাপে ধাপে কাজ শুরু করেছে সেচ দফতর।