আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবসে কাঁকসার দুটি স্কুলের দুই অন্ধ শিক্ষককে নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সীমাহীন উদ্দীপনায় ভরে উঠল স্কুল ক্যাম্পাস। গর্বের এই দুই শিক্ষকের একজন কাঁকসার বিষ্ণুপুর প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রবিলাল গড়াই। অপরজন পানাগড় রেলপাড় কলোনি স্কুলের ইংরেজির শিক্ষক সঞ্জয় কুমার গোস্বামী। দুই শিক্ষকই অন্ধত্বের বাধা সরিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে এলাকার ছাত্র-ছাত্রীদেরকে আলোকিত করে চলেছেন। সকলের প্রিয় এই দুই শিক্ষক আজ কাঁকসার দু’প্রান্তের দু’টি স্কুলে শুভেচ্ছা আর সংবর্ধনায় ভাসলেন। চোখের আলো না থাকলেও জ্ঞানের আলোতে সকলের মন জয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দুই শিক্ষক।
রবিলাল গড়াই ২৭ বছর কাঁকসার বিষ্ণুপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করেছিলেন। ছাত্রছাত্রীদের পঠনপাঠন ছাড়াও স্থানীয় মানুষের বিপদ আপদে একসময় মুশকিল আসান ছিলেন রবিলালবাবু। স্কুলের স্বার্থে সবসময় হাজির থেকে রবিলালবাবু মানুষ গড়ার পাশাপাশি বিষ্ণুপুরের মানুষের মনের মানুষে পরিণত হয়ে গিয়েছেন। কিন্তু ২০১১ সালে অবসরের পর চোখ দুটিতে অন্ধত্ব নেমে আসে রবিলালবাবুর। কিন্তু ছাত্র-ছাত্রীদের পড়ানোর নেশায় সেই অন্ধত্বকে দূরে সরিয়ে পড়ুয়াদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আজও ছাত্রছাত্রীদের কাঁধে হাত রেখেই রোজ স্কুলে বিনা পারিশ্রমিকে পড়ুয়াদের পড়াতে চলে আসেন রবিলাল স্যার। ছাত্র-ছাত্রীদের কাছে জনপ্রিয় এই অন্ধ শিক্ষক রবিলালবাবু মনের জোরে সব বাধা দুর করে আজ নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেকথা জানতে পেরে আজ শিক্ষক দিবসে শিক্ষক রবিলাল গড়াইকে সম্মান জানাতে বিষ্ণুপুর স্কুলে ছুটে যান কাঁকসা থানার ওসি অর্নব গুহ।
অপরদিকে, পানাগড় রেলপাড় কলোনি স্কুলের ইংরেজি শিক্ষক অন্ধত্বকে দূরে সরিয়ে আজ স্কুলে সকলের প্রিয় শিক্ষক হয়ে উঠেছেন। আসানসোলের বাসিন্দা সঞ্জয় বাবুর পড়াশোনা আসানসোলের ব্লাইন্ড স্কুল। ২০০৫ সালে এসএসসির মাধ্যমে পানাগড় রেলপাড় কলোনির স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। শীত-গ্রীষ্ম-বর্ষা কোন সময়ই প্রতিবন্ধকতা তাঁর স্কুল আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। পঠনপাঠনের সঙ্গে সঙ্গে গান, আবৃত্তি সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। তাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীদের কাছে আজ প্রিয় শিক্ষকের আসনে অধিষ্ঠিত হয়েছেন সঞ্জয়বাবু। শিক্ষক দিবসে তাঁকে স্কুলের ছাত্রছাত্রীরা আজ সম্মানিত করেন।