শিক্ষক দিবসে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুর নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ড. কলিমূল হককে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করল। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে ড. কলিমূল হককে এই সম্মানে সম্মানিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. কলিমূল হক।

জানা গেছে, কলিমূল হক ১৯৯৩ সালে শিক্ষকতা জীবন শুরু করে ২০১০ সালে দুর্গাপুর নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক পদে যোগ দেন। এরপর থেকেই তিনি স্কুলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেন। তাঁর ঐকান্তিক প্রচষ্টায় স্কুলের পঠন-পাঠন থেকে পরিকাঠামোর বিশেষ উন্নতি হয়। ড. কলিমূল হকের হাত ধরে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের সার্বিক উন্নয়ন দেখেই তাঁকে রাজ্য শিক্ষা দফতর শিক্ষারত্ন সম্মানের জন্য নির্বাচিত করে। এদিকে, শিক্ষক‌ দিবসে ড. কলিমূল হকের শিক্ষারত্ন পুরস্কারের খবরে নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশির হাওয়া।

Like Us On Facebook