গ্রিন করিডর তৈরির জন্য রাস্তার ধারে বাঁধা পুলিশের দড়ি গলায় আটকে জখম দুই বাইক আরোহী। আহতদের একজন দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি, অন্য আর এক আহত রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
দান করা অঙ্গ মিশন হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশ তৈরি করেছিল গ্রিন করিডর। গ্রিন করিডরে গাড়ি ঢোকা আটকাতে জাতীয় সড়কের ধারে পুলিশের বাঁধা দড়ি গলায় লেগে দুই বাইক আরোহী গুরুতর আহত হল দুর্গাপুরের বুদবুদে। আহতদের নাম জয়নাল আবেদিন মন্ডল ও রফিকুল মিদ্যা। জয়নাল বাইক চালাচ্ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, দুই বাইক আরোহীর বাড়ি বুদবুদের কৌচি গ্রামে। যাচ্ছিলেন শ্যামসুন্দর পুর। অন্ধকারে জাতীয় সড়কের ধারে গ্রিন করিডর তৈরির জন্য দড়ি বাঁধা আছে বুঝতে না পারায় হঠাৎ করে সার্ভিস রোড ধরতে গিয়ে দড়ি জয়নালের গলায় আটকে গেলে জয়নালের গলায় দড়িটি বসে গিয়ে বেশ খানিকটা কেটে গভীর ক্ষত হয় এবং দুই জনই বাইক থেকে পড়ে যান। জয়নালের মতো পড়ে গিয়ে রফিকুলও আহত হন। রফিকুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলেও অবস্থার অবনতি হলে জয়নাল আবেদিনকে দুর্গাপুরের মিশন হাসপাতাল এনে ভর্তি করা হয়। জয়নাল আবেদিন মন্ডলের এক আত্মীয় বলেন, গ্রিন করিডরের দড়ি দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। দুই বাইক আরোহী পানাগড় থেকে সোয়াই গ্রামের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।