দুর্গাপুরের মুচিপাড়া শিবপুর রোডের আড়া শিব মন্দিরের কাছের একটি বেসরকারি কলেজের দুই ছাত্রকে শো রুম থেকে বাইক চুরির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করে শনিবার দুর্গাপুর আদালতে হাজির করল। জানা গেছে দুই ছাত্রের নাম যথাক্রমে গৌরব সিং ও‌ পার্থ সিং রাজপুত। গৌরব বিহারের মজঃফরপুরের বাসিন্দা ও পার্থ সিং বিহারের কাটিহারের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, আড়ার ওই বেসরকারি কলেজে গৌরব বিটেক তৃতীয় বর্ষের ছাত্র এবং পার্থ ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযোগ, ৪ মার্চ দুপুরে এই দুই ছাত্র দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড়ের কাছে ব্যানার্জী বাজাজ শো রুম থেকে একটি বাইক নিয়ে চম্পট দেয়। শোরুমের সিসি ক্যামেরায় তা ধরা পড়ে। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে ৪ মার্চ শুনশান দুপুরে যখন শো রুমের কর্মীদের লাঞ্চ টাইম চলছে তখন এই দুই কলেজ পড়ুয়া বাইকে করে এসে শো রুমে হানা দেয়। এক জন বাইকটিকে শো রুম থেকে ঠেলে বের করে, অপরজন তখন নিজের বাইকে রাস্তায় অপেক্ষমান। বাইকটিকে শো রুম থেকে বের করে অপর বাইকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে চলে যায় তারা। এরপরে শোরুমে কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ছবি দেখিয়ে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলেজের সামনে থেকে দুই পড়ুয়াকে শুক্রবার গ্রেফতার করে। শনিবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হয়। দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী দুই কলেজ পড়ুয়ার চুরির বৃত্তান্ত জানিয়ে বলেন দুই কলেজ পড়ুয়াকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হবে। আদালতে যাওয়ার পথে ওই দুই ছাত্র জানায়, তারা ভুলবশত নেশার ঘোরে এই কাজ করে ফেলেছে।


Like Us On Facebook