শনিবার মানসিক ভারসাম্যহীন এক যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ধৃত অভিযুক্ত যুবক সুভাষ অধিকারী ও তার সহযোগী সুবীর সরকারকে পুলিশ রবিবার দুর্গাপুর আদালতে তুললে আদালত ধৃতদের ৩ দিনের জেল হেপাজতের র্নিদেশ দেয়। এদিকে অর্ধদগ্ধ ওই যুবকের অবস্থা রবিবার স্থিতিশীল বলে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে।