অ্যাপসের মাধ্যমে অনলাইন লটারির ফাঁদ পেতে বসেছিল দুর্গাপুরের কিছু অসাধু ব্যবসায়ী। অনলাইন লটারি চক্রের খপ্পরে পড়ে ধ্বংস হচ্ছে যুব সমাজ। দুর্গাপুর থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই বেআইনি অনলাইন লটারি চালানোর অভিযোগ পাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের মধুপল্লী থেকে ২ জনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম অনুপ মাইতি এবং বিধান মল্লিক। অনলাইন লটারি চক্রে জড়িত মোট ১১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। শীঘ্রই বাকিদের ধরা হবে বলে দাবি পুলিশের। পুলিশি এদিন ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলে।
Like Us On Facebook