জনপ্রিয় টেলি সিরিয়াল কৃষ্ণকলির শ্যামা ও নিখিল শনিবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দর্শকদের কাছে ভোট প্রার্থনা করলেন।

শনিবার দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকা হয়ে রায়ডাঙ্গা, নডিহা, নারায়ণপুর এলাকায় দুর্গাপুর পুরসভার স্থানীয় কাউন্সিলর তথা ২ নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতাজ সংঘমিতার সমর্থনে এক রোড-শো হয়। ভোটারদের নজর কাড়তে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জনপ্রিয় টেলি সিরিয়ালের দুই চরিত্র শ্যামা ও নিখিলকে নিয়ে এসে রোড-শো করান। নিখিল চরিত্রের অভিনেতা অভিজিৎ ভট্টাচার্য ও শ্যামার চরিত্রের অভিনেত্রী তিয়াসা রায়কে নিয়ে আয়োজিত এদিনের রোড-শোয়ে টেলি সিরিয়ালের দুই জনপ্রিয় তারকাকে দেখতে পাড়ায় পাড়ায় ভিড় জমে যায়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook