ফাইল চিত্র

বৃহস্পতিবার ভোরে বাঁকুড়ার পাত্রসায়ের থেকে পূর্ব বর্ধমানের গলসির লোয়া সন্তোষপুরে তাণ্ডব চালিয়ে শেষমেশ একটি দাঁতাল হাতি এখন পানাগড় সেনা ছাউনির জঙ্গলে অবস্থান করছে বলে সূত্রের খবর। বনদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাঁকুড়ার পাত্রসায়েরে এক ব্যক্তিকে পিষ্ট করে দাঁতালটি দামোদর পেরিয়ে গলসির লোয়া সন্তোষপুর এলাকায় বোরো ধানের খেতে তাণ্ডব চালায়।

লোয়া সন্তোষপুরের বাসিন্দা হরিশংকর ঠাকুর নামে এক ব্যক্তি ভোরে প্রাতভ্রমণে বেরিয়ে দাঁতালের সামনে পড়ায় দাঁতাল তাঁকে শুঁড় দিয়ে তুলে আছাড় দিয়ে কোমরে পা দিয়ে পিষ্ট করে দেয়। একই সময় কুশ বাগদি নামের আর এক ব্যক্তিকেও দাঁতাল আছাড় মারে।দু’জনকে গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শেষমেশ দাঁতালটি পানাগড় সেনা ছাউনির পাঁচিল ভেঙে ঢুকে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে, এই দাঁতালটি কিছুদিন আগে আরামবাগে এক ব্যাক্তিকেও আছড়ে মারে। বনদপ্তরের কর্মীরা দাঁতালটিকে পুনরায় দামোদর পার করে বাঁকুড়ার জঙ্গলে ফেরানোর আপ্রাণ চেষ্ঠা করছেন বলে জানা গেছে।

Like Us On Facebook