দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার ৬০ নম্বর জাতীয় সড়কের শোনপুর বাজারী এলাকায়। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম রবি কুমার সিং (২৩)। দুর্গাপুর থানার ওয়াড়িয়া ফাঁড়িতে কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ার রবি কুমার। বাড়ি দুর্গাপুর থনার ফরিদপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওয়াড়িয়া থানার পুলিশ বাইক চুরির ঘটনায় বীরভূম জেলায় অভিযানে গিয়েছিল। সফল অভিযানে উদ্ধার হয় চুরি যাওয়া কয়েকটি বাইক। পুলিশের গাড়ির পিছন পিছন সিভিক ভলান্টিয়াররা ওই বাইকগুলি চালিয়ে ফিরছিলেন। একটি বাইক চালাচ্ছিলেন রবি কুমার সিং। শনিবার ভোরে পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে আসার সময় রবি কুমারের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রবি কুমার বাইক থেকে ছিটকে পড়ে গেলে ট্রকটি পিষে দেয় তাঁকে। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সঙ্গে থাকা পুলিশ কর্মীরা ট্রাকটিকে ধাওয়া করে ধরে ফেলেন। গ্রেপ্তার করা হয় চালককে এবং আটক করা হয়েছে ঘাতক ট্রাকটিকে।