রবিবার দুপুরে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালকের৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ। ডিভিসি মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের আসানসোল-বর্ধমান লেনে দুর্ঘটনায় মৃত্যু হয় স্কুটি চালকের। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ১০ চাকার ট্রাক পিছন থেকে স্কুটি চালককে ধাক্কা মারে, ঘটনাস্থলেই স্কুটি চালকের মৃত্যু হয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ খবর সংগ্রহ করা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি৷ এই দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়৷ পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে৷
Like Us On Facebook