ইসিএলের পরিবহণে ব্যবহৃত গাড়িগুলির বেপরোয়া চলাচলে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা, কুচডিহি থেকে ঝাঁঝরা এমআইসি মোড় এলাকায় স্থানীয় মানুষ প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার এই রকমই এক ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক দুধ বিক্রেত। ঘটনার পর এলাকার মানুষ পথ অবরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ঝাঁঝরা গ্রামের বাসিন্দা গোপীকৃষ্ণ দাস নামের এক দুধ বিক্রেতা সাইকেলে করে ঝাঁঝরা এলাকায় যাওয়ার সময় ইসিএলের একটি কয়লা বোঝাই ট্রাক ওই দুধ বিক্রেতাকে ধাক্কা মেরে পালিয়ে গেলে ওই দুধ বিক্রেতা গুরুতর আহত হন। স্থানীয় মানুষ আহত দুধ বিক্রেতাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘাতক ট্রাকটি এরপর সুযোগ বুঝে চম্পট দেয়। স্থানীয় মানুষ ট্রাক চলাচলে নিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়ে ক্ষোভে ফেটে পড়ে পথ অবরোধ করেন। খবর পেয়ে ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের আশ্বস্ত করে অবরোধ তোলে।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন