পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার পিয়ারীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পিয়ারীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। ওই এলাকার রাস্তায় স্পীড ব্রেকারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সড়ক দুর্ঘটনার জেরে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ভাস্কর মুখার্জী নামের এক স্থানীয় বাসিন্দা বাস ধরার জন্য রাস্তা পারাপার করছিলেন, সেই সময় বীরভূম থেকে পানাগড় যাওয়ার পথে একটি ছোট ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠান।
Like Us On Facebook