শনিবার ভোরে ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই গাড়ির চালক, আহত দুই গাড়ির খালাসিরা। ঘটনাটি ঘটেছে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু’নম্বর কলোনির কাছে। ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু’নম্বর কলোনির কাছে পানাগড় অভিমুখে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে বীরভূম অভিমুখে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়ির সামনের অংশ কার্যত গুঁড়িয়ে যায়। দুটি গাড়ির চালকদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গাড়ির খালাসিরাও গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে ঘন্টাখানের জন্য পানাগড় থেকে বোলপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন