শনিবার রাতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক মহিলার গুরুতর জখম হওয়ার ঘটনাকে ঘিরে দুর্গাপুরে রাতভর উত্তেজনা। কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড় এলাকায় ঘটে দুঘটনাটি। স্থানীয় মানয়ষ গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুর বাজারে একটি কাপড়ের দোকান থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এসবি মোড়ে সাইকেল আরোহী ওই মহিলাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। স্থানীয় মানুষজনের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ অনেক দেরিতে আসে। এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিসকে ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, এই রাস্তায় ঘনঘন দুর্ঘটনা ঘটছে, অবিলম্বে এ বিষয়ে নজর দিক প্রশাসন।
Like Us On Facebook