কর্তব্যরত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ারের পায়ের উপর দিয়ে একটি দ্রুতগামী ট্রাক চলে গেলে ওই সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হল। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুর্গাপুরের ওল্ড কোর্ট এলাকায়।
জানা গেছে, দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার মিলন বন্দোপাধ্যায় দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে জাতীয় সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে ওল্ড কোর্ট মোড়ে পথচারীদের রাস্তা পারাপার করানোর জন্য মিলনবাবু একটি ট্রাককে হাত দেখিয়ে দাঁড়ানোর নির্দেশ দিলে ট্রাক চালক না থেমে দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার সময় মিলনবাবুর পায়ের পাতার উপর দিয়ে চলে যায়। মিলনবাবু গুরুতর আহত হয়। সহকর্মীরা মিলনবাবুকে উদ্ধার করে গান্ধী মোড়ের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। তবে ট্রাকের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।