লরির ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর আহত আরও ১ ছাত্র। শুক্রবার বিকেলে ২-বি জাতীয় সড়কে আউশগ্রামের গোবিন্দপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম সেবতী ঘোষ(১৮)। মঙ্গলকোটের উনিয়া গ্রামে তাঁর বাড়ি। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই ছাত্রীর এক সহপাঠী রাহুল গড়াই। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল ও সেবতী দু’জনেই গুসকরা কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। মঙ্গলকোটের পালিগ্রামের বাসিন্দা রাহুল একটি স্কুটিতে সেবতীকে নিয়ে গুসকরা শহরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। রাহুল স্কুটি চালাচ্ছিলেন। গোবিন্দপুরের কাছে একটি সাইকেল আচমকা স্কুটির সামনে চলে আসে। সাইকেলের সঙ্গে স্কুটির ধাক্কা লাগলে দু’জনেই ছিটকে পড়ে যান। তখন ভেদিয়ার দিকে যাওয়া একটি লরি পিষে দেয় সেবতীকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত রাহুলকে উদ্ধার করে গুসকরা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে।