ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মুকুটে নতুন পালক যুক্ত হল। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি দল অ্যাড্রিন্যাল গ্রন্থির(Adrenal gland) মধ্যে থেকে দুটি মোট ৫ কেজি ওজনের টিউমারের সফল অস্ত্রোপচার করলেন। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বিক্রমজিত মাইতি জানিয়েছেন, হুগলীর পুঁটশুড়া থানার চিলাডাঙা এলাকার বাসিন্দা ৫০ বছরের মুজিবর মল্লিক বেশ কিছুদিন ধরেই গ্যাস অম্বলের রোগে ভুগছিলেন। পেটে ভার অনুভব করছিলেন। এব্যাপারে স্থানীয়ভাবে চিকিৎসাও করান। এমনকি কলকাতার দুটি হাসপাতালেও যান। পরে তাঁরা বর্ধমান হাসপাতালে ডা. অরিন্দম ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁর নানান পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই ধরা পড়ে তাঁর ডান কিডনির ওপরে থাকা অ্যাড্রিন্যাল গ্রন্থির মধ্যে রয়েছে দুটি টিউমার।

ডা. অরিন্দম ঘোষ জানিয়েছেন, সাধারণত অ্যাড্রিন্যাল গ্রন্থির ওজন ৩০ থেকে ৪০ গ্রাম। কিন্তু তার মধ্যে দুটি প্রায় ৫ কেজি ওজনের এই টিউমার থাকা রীতিমত অস্বাভাবিক ব্যাপার। তিনি জানিয়েছেন, সাধারণত প্রতি ১০ লাখ মানুষ পিছু একটা এরকম ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানিয়েছেন, কলকাতার বাইরে এরকম অপারেশনের ঘটনা অত্যন্ত বিরল। তিনি জানিয়েছেন, প্রায় ৩ ঘণ্টার অপারেশন শেষে একটি ৪ কেজি এবং অপরটি প্রায় ১ কেজি ওজনের দুটি টিউমার বাদ দেওয়া হয়। তিনি জানিয়েছেন, এই ধরণের অপারেশনের ক্ষেত্রে সাধারণত কিডনি নিয়ে সমস্যা দেখা দেয়। কিন্তু এক্ষেত্রে কিডনি সহ অন্যান্য সমস্ত কিছুই স্বাভাবিক রয়েছে রোগীর। এদিন এই অপারেশনে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বিক্রমজিত মাইতি, চন্দ্রনাথ ব্যানার্জী, পুরুষোত্তম সোম, অরিন্দম ঘোষ সহ ৩ জন জুনিয়র চিকিৎসকও। এই সফল অস্ত্রোপচারে খুশী রোগীর পরিজনেরাও।

Like Us On Facebook