ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। আকাশ বাতাস গোলা বারুদের গন্ধ। বোমারু বিমান থেকে শহরের বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে বোমা। হাড় হিম করা এই পরিস্থিতির মধ্য থেকে পায়ে হেঁটে বর্ডার পেরিয়ে আপাতত রোমানিয়ায় পৌঁছেছেন দুর্গাপুরের বাসিন্দা মেডিকেলের পড়ুয়ারা। ইউক্রেনে আটকে পড়া দুর্গাপুরের মেডিকেল পড়ুয়াদের পরিবার সূত্রে এই খবর জানা গেছে।

ভারত সরকার ইতিমধ্যেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠিয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে দুর্গাপুরের পড়ুয়া নেহা খান সহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ নিজেরাই তিনটে বাস ভাড়া করে রোমানিয়া বর্ডারের উদ্দেশ্যে রওনা হন। মোট ১৫৪ জন ছাত্র-ছাত্রী আজ সকাল সাড়ে সাতটায় রোমানিয়া সীমান্তে পৌঁছান। তবে এই সীমান্ত পৌঁছতে প্রায় কুড়ি কিলোমিটার হাঁটতে হয় ছাত্র-ছাত্রীদের। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ইউক্রেন সীমান্ত পার করে রোমানিয়ায় পা রাখেন নেহারা। ভারতীয় দূতাবাস তাদের ভিসার ব্যবস্থা করে দেয়। ভারতীয় দূতাবাসের তরফে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসে ১৫৪ জন ছাত্র-ছাত্রী রোমানিয়া সীমান্তের সবচেয়ে কাছের এয়ারপোর্ট যা প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। নেহার বাবা ফিরোজ খান জানান, আপাতত নেহাদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করেছে ভারতীয় দূতাবাস। সেখান থেকে বিমানবন্দরে যাবে নেহা সহ বাকি ছাত্র-ছাত্রীরা। এয়ার ইন্ডিয়ার বিমান পাঠানো হয়েছে। সেই বিমানেই দিল্লির উদ্দেশ্যে রওনা হবে ছাত্র-ছাত্রীরা।

Like Us On Facebook