দুর্গাপুরের সিটি সেন্টারের পিয়ালা মন্দিরের সামনে দুই নম্বর জাতীয় সড়কে এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে পড়ে গেলে একটি দ্রুত গতিসম্পন্ন ট্রাক বাইক আরোহীকে ধাক্কা মেরে চলে গেলে ঘটনাস্থলেই বাইক আরোহী মারা যান। মৃত ব্যক্তির নাম নফিজুল মোল্লা। বাড়ি কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা নফিজুল দুর্গাপুর থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরের কাছে ২ নম্বর জাতীয় সড়কে তাঁর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
Like Us On Facebook