জাতীয় সড়কের উপর ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে পিয়ালা কালীবাড়ির সামনে। জখম ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় মানুষজন জানিয়েছেন আহত ব্যক্তির বাড়ি দুর্গাপুরের মিশন হাসপাতালের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে এক বাইক আরোহী দুর্গাপুরের ভিড়িঙ্গীর দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়কের উপর পিয়ালা কালীবাড়ির কাছে একটি ট্রাক তাঁকে পিছন দিক থেকে ধাক্কা মারে। বাইক আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান এবং তাঁর বাইকটি ট্রাকের নীচে আটকে যায়। ওই অবস্থায় ট্রাকটি বাইকটিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। ভিড়িঙ্গী মোড়ের কাছে চালক সহ ট্রাকটিকে আটক করে পুলিশ। গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর সংগ্রহ করা পর্যন্ত আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।