কাঁকসা থেকে সিলামপুর যাওয়ার রাস্তায় মেন ক্যানেল পাড়ে শুক্রবার সকালে একটি পাথর বোঝাই ডাম্পার ও বালি বোঝাই লরি বিপরীতমুখে যাওয়ার সময় বেহাল রাস্তায় চাকা বসে পাশাপাশি আটকে যায়। এর ফলে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে এলাকার যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েন। ছোট যানবাহনগুলি রাস্তা ছেড়ে মাঠ দিয়ে পারাপার করতে সক্ষম হলেও বড় গাড়িগুলির চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এদিনের এই ঘটনার ফলে এলাকাবাসীরা চরম দুর্ভোগে পড়েন।এলাকাসীদের অভিযোগ, প্রশাসনিক আধিকারিকদের বার বার এই রাস্তার বেহাল দশা নিয়ে বলা সত্বেও প্রশাসনিক কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ রাস্তা নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না। আজ কয়েক ঘন্টা রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফের রাস্তার বেহাল দশা প্রমাণ করল। একই কথা জানান কাঁকসার পঞ্চায়েত সমিতির সদস্য রামজী মন্ডল।