বিশ্ব আদিবাসী দিবসে দুর্গাপুরের পলাশডিহার পণ্ডিত রঘুনাথ মূর্মূ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নেতারা শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিকল্প হিসেবে ফেডারেল ফ্রন্টের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ই যে থাকবেন সেই আশা জাগিয়ে যান।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি দেবু ঢুডু অন্যতম অতিথি ছিলেন। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী গাঁওতার নেতা সুনীল সোরেন মঞ্চে উপবিষ্ট দেবু ঢুডুর সামনেই শাসক দল ও পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন। সুনীলবাবু সরাসরি শাসক দলের নেতাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেন পাণ্ডবেশ্বর, কাঁকসা সহ বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই সভায় আসতে গিয়ে বার বার পুলিশের বাধার মুখে পড়ছে। পুলিশ আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সভায় আসতে বাধা দিচ্ছে। এমনকি আদিবাসীদের গ্রামে আটকে রাখতে পুলিশ মাংস-ভাত খাওয়ানোরও টোপ দিচ্ছে। এই সব অভিযোগ সরাসরি করায় বেশ অস্বস্তিতে পড়ে যান পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি দেবু ঢুডু।

এদিকে আদিবাসী সম্প্রদায়ের আর এক নেতা রবীন সোরেনের অভিযোগ, বিশ্ব আদিবাসী দিবস পালনের জন্য পলাশডিহার অনুষ্ঠানেরও অনুমতি দেয়নি পুলিশ। এই সব অভিযোগের মধ‍্যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডীও আদিবাসীদের পাট্টা না দেওয়া বা উচ্ছেদ নিয়ে রাজ‍্য সরকারের সমালোচনা করেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান।


Like Us On Facebook