হেমশীলা মডেল স্কুল, মহকুমাশাসক ও অভিভাবকদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানালেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। স্কুলের মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি সহ স্কুল কর্তৃপক্ষের বিভিন্ন নির্দেশের বিরুদ্ধে গত ২৮ মার্চ অভিভাবকরা দুর্গাপুরের অন্যতম ব্যস্ত রাস্তা ৮বি রুট অবরোধ করে বিক্ষোভ দেখান। মহকুমাশাসকের আশ্বাসে সেদিন বিক্ষোভ তুলে নেন অবিভাবকরা। মহকুমশাসকের সেই আশ্বাসের ভিত্তিতেই বুধবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়। মহকুমাশাসক বলেন, ‘অতিরিক্ত ৫০০ টাকা ফি এই মূহুর্তে নেবেন না স্কুল কর্তৃপক্ষ, তাছাড়া তিনমাসের স্কুল ফিও একসাথে জমা দিতে হবে না অভিভাবকদের। এছাড়াও অভিভাবকদের আরও কিছু দাবি স্কুল কর্তৃপক্ষ বিবেচনাধীন রেখেছেন বলে জানা গেছে। পরবর্তী বুধবার ফের বৈঠক হবে মহকুমা কার্যালয়ে। এদিন অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে মহকুমা কার্যালয় চত্বর।

Like Us On Facebook