পরিবেশের দূষণ রোধে এবার বৃক্ষরোপণ কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করলেন দুর্গাপুর নেতাজী আদর্শ বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে স্কুলের কচিকাঁচা পড়ুয়ারা। স্কুল ক‍্যাম্পাসে এদিন প্রায় ৩০ টি চারা গাছ রোপণ করা হয়।

দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড. সুশীল ভট্টাচার্য্য, দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান মৃগেন পাল, মেয়র পারিষদ রাখি তেওয়ারি ও দুর্গাপুর পৌরসভার ২ নং বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার সহ শিক্ষা জগতের বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ এদিন স্কুলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সঙ্গে সমাজের পিছিয়ে পড়া পড়ুয়াদেরও স্কুল কর্তৃপক্ষ পড়াশোনার বিভিন্ন সামগ্রী উপহার দেন।





Like Us On Facebook