প্রবল দুর্যোগের জেরে ছন্দ হারালো দুর্গাপুরের স্বাভাবিক জনজীবন। ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টিতে দুর্ভোগ বাড়ে সাধারণ মানুষের। এরই মধ্যে ঝোড়ো হাওয়ার দাপটে জায়গায় জায়গায় গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হয় যাতায়াত, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারে ঢোকার মুখে রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। সিটি সেন্টার ফাঁড়ির সামনে গুরুত্বপূর্ণ এই রাস্তায় গাছ পড়ে যাওয়াতে সমস্যা বাড়ে মানুষের। অন্যদিকে, কোক ওভেন থানা রোডের সামনের রাস্তায়ও পড়ে যায় গাছ। ডিপিএল কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে গাছ সরিয়ে দেয়।
Like Us On Facebook