ঝড় নেই, জল নেই প্রবল দাবদাহের মধ্যে রাস্তায় চলমান যাত্রী বোঝাই সিএনজি অটোর উপর গাছ ভেঙে পড়ায় অটোর চালক সহ অটোর দুই আরোহী গুরুতর আহত হলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে দুর্গাপুরের মিশন হাসপাতালের সামনে বিধাননগরের কলিন্স পথে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, সিএনজি অটোর উপর গাছ ভেঙে পড়ায় গুরুতর জখম অটোর চালক পুনিলাল শর্মাকে স্থানীয় মানুষ ও পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অটোর দুই মহিলা যাত্রীর মধ্যে একজনের মাথা ফেটে যায়। আহত দুই মহিলা যাত্রী মিশন হাসপাতালে চিকিৎসাধীন। ওই দুই যাত্রী অটো নিয়ে মিশন হাসপাতালে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় মানুষের অনুমান, গাছগাছালির আধিক্যে বিধাননগরজুড়ে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ। পুরানো বৃহৎ আকারের গাছগুলি অনেক সময় গোড়ায় পোকা ধরে যাওয়া বা ইন্দুরে গোড়া কেটে দেওয়ার ফলে হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি ছাড়াও ভেঙে পড়ে। কিন্তু বৃহৎ, পুরানো এবং দুর্বল হয়ে পড়া গাছগুলি নিয়ে বন দফতর বা পুরসভা কেউই প্রয়োজনীয় নজরদারি করে না, তাতেই এই বিপত্তি।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook