গত পয়লা ফেব্রুয়ারি থেকে দুর্গাপুর ব্যারেজের সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ, ১৩ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে ১৪ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে ব্যারেজের রাস্তা। ব্যারেজের সেতুর ঢালায়ের বয়স হল ছেষট্টি বছর। ব্যারেজ তৈরির পর নিয়ম অনুযায়ী ষাট বছর পর এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন হয়। কিন্তু সেই কাজ ছেষট্টি বছর পর হল। এর আগে দু’বার ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি দেখা দিয়েছিল দুর্গাপুর শহর সহ অন্যান্য জেলায়। কিন্তু সেতুর ঢালাইয়ের কোনও রকম সমস্যা দেখা গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রবিবার ১৪ ফেব্রুয়ারি সারাদিন সেতুর উপর দিয়ে যান চলাচল সম্পুর্ণ বন্ধ রেখে সেতুর উপর ওজন চাপিয়ে পরীক্ষা করা হবে।

বর্তমানে এই সেতুর উপর দিয়ে প্রতিদিন গড়ে সাত থেকে সাড়ে সাত হাজার ভারি গাড়ি যাতায়াত করে। ১৯৫২ সালে শুরু হয়েছিল দামোদরের উপর সেতু নির্মাণের কাজ। ১৯৫৫ সালে শুরু হয় এই ব্যারেজের উপর যান চলাচল ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন। সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং জানান, সমস্যা কিছুটা হলেও সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য সেতুর উপর দিয়ে ২৪ ঘন্টা যান চলাচল বন্ধ রাখতে হবে। পুলিশ প্রশাসন দেখছে যাতে কোন অসুবিধা না হয়।

Like Us On Facebook