দুর্গাপুরে দামোদর ব্যারেজের ৩১ নং লকগেট মেরামতির কাজ করার জন্য দামোদর ব্যারেজের উপর দিয়ে আজ, সোমবার সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। বাঁকুড়া জেলা প্রশাসন এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সূত্রে এই খবর জানা গেছে। সোমবার সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকছে। যানবাহন সহ পায়ে হেঁটে চলাচলেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানা গেছে।
এদিকে রবিবার রাত পর্যন্ত দামোদর ব্যারেজের বেঁকে যাওয়া লকগেটের সামনে জলস্তর কমানো সম্ভব হয়নি। রবিবার গভীর রাত পর্যন্ত বালির বস্তা ফেলে ৩১নং লকগেটের কাছে পৌঁছানোর রাস্তা তৈরির কাজ চলে। একই সঙ্গে দামোদরের বুকে তিনটি পোকল্যান নামিয়ে মাটি কেটে জলের গতিপথ ৩১ নং লকগেট থেকে অন্য লকগেটের দিকে ঘোরানোর চেষ্টা করা হয় রাতভর।
রাজ্য সেচ দফতরের সচিব সহ আধিকারিকরা রবিবার ব্যারেজ পরিদর্শনে আসেন। সোমবার রাত পর্যন্ত লকগেট মেরামতির কাজ সম্পন্ন হবে বলে জানান তাঁরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে যে মঙ্গলবার হয়ে যেতে পারে সেকথাও জানান সেচ দফতরের আধিকারিকরা। দামোদর ব্যারেজের লকগেট বিপর্যয়ের দু’দিনের মধ্যে রবিবার বিকেল থেকে দুর্গাপুরের সগড়ভাঙা সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সঙ্কট শুরু হয়েছে। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি জানান, দুর্গাপুরের বাসিন্দাদের যাতে পানীয় জলের সঙ্কটে ভুগতে না হয় তাই আসানসোল, বাঁকুড়া থেকে প্রয়োজনীয় পানীয় জলের ট্যাঙ্কার সোমবার সকাল থেকে দুর্গাপুরে আসছে।