রাম নবমীর দিন দুর্গাপুরের ব্যস্ত রাস্তা নাচন রোডে যান নিয়ন্ত্রণ করবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক পুলিশ। নাচন রোডের ভিড়িঙ্গী মোড় থেকে বেনাচিতির প্রান্তিকা পর্যন্ত ট্রাফিক পুলিশ ব্যস্ত এই রাস্তায় যানজট মুক্ত রাখতে মিনিবাস, ট্রাক, অটো ও টোটো চলাচলে বিধিনিষেধ আরোপ করতে চলছে। ১৪ এপ্রিল রাম নবমীর দিন যাতে নাচন রোড যানজট মুক্ত থাকে তাই বুধবার দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়িতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাম নবমী উপলক্ষে বিভিন্ন আখড়া থেকে প্রতি বছর নাচন রোডে শোভাযাত্রা বের হয়। ফলে নাচন রোডে যানজট তৈরি হয়। এবছরে লোকসভা নির্বাচনের আবহে যাতে রাম নবমীর শোভাযাত্রা নিয়ে কোন সমস্যা তৈরি না হয় তাই পুলিশ আগে ভাগেই বেশ সতর্ক। তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্মকর্তারা বুধবার প্রান্তিকা ফাঁড়িতে স্থানীয় কাউন্সিলর, দুর্গাপুর বণিক সভার প্রতিনিধি, বিভিন্ন পরিবহণ সংগঠনের কর্তা ও বিভিন্ন আখড়ার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।
বৈঠক শেষে পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল রাম নবমীর দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাচন রোড যানজট মুক্ত রাখতে যান নিয়ন্ত্রণ করা হবে। ১৪ এপ্রিল দিনভর নাচন রোডে ট্রাক, মিনিবাস ও টোটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। নাচন রোডের পরিবর্তে মিনিবাস গুলি প্রান্তিকা হয়ে স্টিল টাউনশিপ দিয়ে দুর্গাপুর স্টেশন বা প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছবে বলে জানা গেছে। যদিও দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওইদিন সকাল ৯টা পর্যন্ত দুরদুরান্ত থেকে বেনাচিতি বাজারে আগত ব্যবসায়ী বা অফিস যাত্রীদের কথা ভেবে মিনিবাস চলাচলে ছাড় রাখার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে জানা গেছে।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন