একের পর এক পথ দুর্ঘটনায় জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলিতে সমান ভাবে মানুষের মৃত্যু মিছিল চলছে। পাশাপাশি সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিও চলছে রাজ্য জুড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন বেশিরভাগ পথ দুর্ঘটনার পিছনে রয়েছে একপ্রকার অসচেতনতা ও অজ্ঞতা। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও পথ দুর্ঘটনা থেকে পথ চলতি মানুষকে রাস্তায় নেমে পথ দুর্ঘটনা থেকে রক্ষা পাবার উপায় দেখাচ্ছেন।

শুক্রবার সকালে দুর্গাপুরের গান্ধী মোড় স়ংলগ্ন রিকল পার্কের সামনে দুর্গাপুরের হিন্দুজা গ্লোবাল সলিউশনের দুর্গাপুর চ্যাপ্টারের আধিকারিক ও কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বাইক আরোহীদের হেলমেট, গাড়ি চালকদের সিট বেল্ট বাঁধা ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালোনোর ব্যাপারে সচেতন করেন। সংস্থার কর্মী সুজয় চৌধুরী বলেন, আমরা মনে করি সরকারের পাশাপাশি আমাদেরও কর্তব্য আছে সমাজ সচেতনতা বাড়াতে। সেই লক্ষ্যেই আজ আমরা রাস্তায় নেমে পথ দুর্ঘটনা রোধ করতে মানুষকে একটু সচেতন করার চেষ্টা করলাম।

Like Us On Facebook