ফের অ‍্যালয় স্টিল প্ল্যান্টের(এএসপি) এক গ্লোবাল টেন্ডারকে কেন্দ্র করে দুর্গাপুর সরগরম হল বুধবার। অ‍্যালয় স্টিল প্ল্যান্ট বিক্রির আশঙ্কায় কারখানার শ্রমিকরা বুধবার অ‍্যালয় স্টিল প্ল্যান্টের সামনের সূর্য সেন সরণি অবরোধ করেন, ফলে গান্ধী মোড় থেকে ওয়ারিয়া পর্যন্ত রাস্তা সম্পূর্ণ ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে ভোর পাঁচটা থেকে বেলা এগারটা পর্যন্ত। অ‍্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরণের লক্ষ্যে মঙ্গলবার সেলের জারি করা গ্লোবাল টেন্ডারকে কেন্দ্র করে কারখানা বাঁচানোর তাগিদে‌ বুধবার থেকে রাজনৈতিক দলগুলি ফের মাঠে নামল।

সিটু ও আইএনটিইউসির সঙ্গে এদিন দুর্গাপুরের স্বার্থে আইএনটিটিইউসিও ভেদাভেদ ভুলে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয়। ফলে গান্ধী মোড় থেকে ওয়ারিয়া রাস্তা সকাল থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা এগারটা পর্যন্ত অবরোধ চলে। এরপর অবরোধ তুলে নেন দলীয় নেতৃবৃন্দ। পাশাপাশি এদিন শ্রমিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন কারখানার গেটের সামনে।

দুর্গাপুর অ‍্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই সিটু ও আইএনটিইউসি আন্দোলন করছে।পরে দুর্গাপুরের স্বার্থে পৃথক ভাবে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন কেন্দ্রের বিলগ্নিকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে। মঙ্গলবার ফের সেলের গ্লোবাল টেন্ডার প্রকাশ‍্যে আসতেই দুর্গাপুরে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক ভেদাভেদ ভুলে শ্রমিক স্বার্থে রাস্তায় নেমে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনে শুরু করল। এদিন সিটু নেতা তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের সিপিএম বিধায়ক সন্তোষ দেব রায়, আইএনটিইউসির বিকাশ ঘটক, আইএনটিটিইউসির অশোক কুন্ডু সহ তিন শ্রমিক সংগঠনের দুর্গাপুর শিল্পাঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা দুর্গাপুরকে বাঁচাতে পথে নামেন।




Like Us On Facebook