দুর্গাপুর থানার অন্তর্গত ইস্পাত ক্লাব সংলগ্ন অশোক অ্যাভিনিউতে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল পঞ্চম শ্রেণির ছাত্র রোহিত নায়কের। ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণির ছাত্র রোহিত (১০) তার ধোবিঘাটের বাড়ি থেকে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। অশোক অ্যাভিনিউ ধরে যাওয়ার সময় হঠাৎ একটি বালি বোঝাই ট্রাক্টর পিছন থেকে রোহিতকে ধাক্কা মারে। এরপর রোহিতের শরীরটা বেশ কিছুটা হিঁচড়ে নিয়ে যায় ট্রাক্টরের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোহিতের। চালক ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায়। উত্তেজিত মানুষজন ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ও দমকল। স্থানীয়রা দেহ আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে অবরোধ তোলে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।