.

সোমবার দুপুরে ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ভরত পণ্ডিত (৪২)। জানা গেছে, তিনি স্থানীয় একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন এবং মেমারির সুলতানপুর মোড় সংলগ্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টা নাগাদ ভরত পণ্ডিত মেমারির সুলতানপুর মোড় এলাকায় মেমারি-তারকেশ্বর রোড পারাপার করছিলেন। সেই সময় মশাগ্রামের দিক থেকে আসা একটি ইট বোঝাই দ্রুতগতির ট্র্যাক্টর তাঁকে ধাক্কা মারলে তিনি ট্র্যাক্টরে চাকার নীচে পড়ে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। পুলিশ ট্র্যাক্টরটিকে আটক করলেও অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় চালক।

Like Us On Facebook