দুর্গাপুরের সিটি সেন্টারের ফরচুন পার্ক পুষ্পাঞ্জলি হোটেলে শুক্রবার থেকে তিন দিন ব্যাপি পর্যটন মেলা শুরু হল। মেলার আয়োজক সংস্থা ব্লুআই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রতি বছর রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটন মেলার আয়োজন করলেও এবার শিল্পশহর দুর্গাপুরকে বেছে নিয়েছে। শুক্রবার পর্যটন মেলার উদ্বোধন করেন দুর্গাপুর পৌরসভার মেয়র দিলীপ অগস্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্ণধার সুব্রত ভৌমিক।
জানা গেছে, তিনদিন ধরে চলা এই মেলা প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। পর্যটন মেলার উদ্বোধন করে মেয়র দিলীপ অগস্তি বলেন “ভারতবাসী ‘অতিথি দেব ভব’ তত্ত্বে বিশ্বাসী। ভারতের মতো দেশ পৃথিবীর আর কোথাও নেই। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে ভারতবর্ষে আসেন। যদি আমরা দুর্গাপুরবাসী দুর্গাপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে একসময় দেখা যাবে দুর্গাপুরও পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে।”
পর্যটন মেলার উদ্যোক্তা সুব্রত ভৌমিক দুর্গাপুরবাসীদের পর্যটন মেলা দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, “দুর্গাপুরের মানুষের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে। দুর্গাপুরে অনেকেই আছেন যাঁরা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেন। আবার পৃথিবীর বিভিন্ন দেশের মানুষও ভারতে এলে দুর্গাপুর ভ্রমণ করেন। স্বাভাবিকভাবেই দুর্গাপুরে পর্যটন মেলা করার যথেষ্ট গুরুত্ব রয়েছে।”