দুর্গাপুরে অবৈধ টোটোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযানের প্রতিবাদে শুক্রবার সকালে টোটো চালকরা মহকুমা শাসকের কার্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শন করল। টোটো চালকদের অভিযোগ, পেটের দায়ে সোনার গহনা বন্ধক দিয়ে টোটো কিনে রাস্তায় চালাচ্ছি সংসার চালানোর উদ্দেশ্য। কিন্তু পুলিশ যেভাবে বৃহস্পতিবার দুর্গাপুর জুড়ে অবৈধ টোটোর নামে টোটোগুলো ধরপাকড় করল তাতে আমাদের ভাতে মারার চেষ্টা হচ্ছে। টোটো চালকরা এদিন দুর্গাপুরের সমস্ত টোটোর বৈধ নম্বর দেওয়ার দাবি জানান। এদিন টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে গোটা সিটি সেন্টার জুড়ে উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশ টোটো চালকদের ক্ষোভ আন্দাজ করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই গোটা মহকুমা কার্যালয় চত্ত্বর পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলে।
এদিকে শুক্রবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শন চলাকালীন অরাজনৈতিক বিক্ষোভ কর্মসূচিতে হঠাৎ করে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ বিজেপির সাংগঠনিক নেতৃত্ব এসে বিক্ষোভ আন্দোলনের রাশ হাতে নেওয়া দেখে অনেক টোটো চালক ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যান। এদিন মহকুমাশাসকের দফতরের আধিকারিকদের হাতে টোটো চালকরা তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিলেও কোন আশ্বাস পান নি বলে জানা গেছে।