এক টোটো চালক বৃহস্পতিবার রাতে আত্মহত্যার চেষ্টা করায় দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লীতে শুক্রবার সকালে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রথমে ওই টোটো চালক স্থানীয় একটি ক্লাবে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে, ব্যর্থ হয়ে পর গায়ে আগুন দেন। তারপর জ্বলন্ত অবস্থায় পাশের একটি কুয়োতে ঝাঁপ দেন। শুক্রবার সকালে কুয়ো থেকে গোঙানির আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ দেখেন পাড়ার ছেলে অমিত মন্ডল দগ্ধ অবস্থায় কুয়োতে পড়ে রয়েছে।
এরপর স্থানীয় মানুষ দমকলে খবর দিলে দমকলকর্মীরা এসে অগ্নিদগ্ধ অমিত মন্ডলকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অমিত মন্ডলের ভাই কিশোর মন্ডলের অভিযোগ, স্থানীয় একটি মহিলা দীর্ঘদিন ধরে দাদাকে ব্ল্যাকমেল করত। তিনি বলেন, ‘সেই কথা দাদা অমিত মন্ডল আমাকে কুয়ো থেকে উদ্ধারের পর জানায়। দাদা ওই মহিলার ব্ল্যাকমেলের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করে।’ কিশোর মন্ডল মৌখিক অভিযোগ করলেও খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে থানায় অমিত মন্ডলের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ করা হয় নি।