.

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন শিবাজী রোডে সোমবার সন্ধ্যায় রাস্তার উপর একটি জ‍্যান্ত কচ্ছপ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা রীতা বন্দ্যোপাধ্যায়। কচ্ছপটিকে রাতের জন্য নিজের বাড়িতে আশ্রয় দেন রীতা দেবী। মঙ্গলবার সকাল হতেই যাতে কেউ কচ্ছপ টিকে মেরে ফেলতে না পারে তারজন‍্য রীতাদেবী দুর্গাপুর বন দফতরের কর্মীদের খবর দিলে বন দফতরের কর্মীরা এসে কচ্ছপটিকে নিয়ে যায়।

Like Us On Facebook