.
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মত শনিবার বিকেলে দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে শিল্পাঞ্চল দুর্গাপুরের উপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়। শনিবার বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ করে শিল্পাঞ্চলের উপর কালো মেঘের সঙ্গে বজ্র-বিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। ঘন কালোমেঘে আচ্ছন্ন হয়ে পড়ে শিল্পাঞ্চলের আকাশ। তারপরেই প্রবল শিলাবৃষ্টি শুরু হয়। জানা গেছে, এদিনের প্রবল ঝোড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিনের ঝড়-বৃষ্টির ফলে কয়েকদিনের প্রখর রোদে উত্তপ্ত দুর্গাপুর শিল্পাঞ্চলে কিছুটা স্বস্তি ফিরে আসে।
Like Us On Facebook