.
রাস্তার উপর ঝুলে পড়া ছেঁড়া বিদ্যুতের তার সরিয়ে কাঁকসা রোডের যান চলাচল স্বাভাবিক করলো কাঁকসা থানার পুলিশ। রবিবার কাঁকসা রোডে ট্রাকে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিপজ্জনক অবস্থায় ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার রাস্তার উপর ঝুলতে থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে থাকেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পানাগড় বাইপাসের সার্ভিস রোড বেহাল হয়ে পড়ার ফলে কাঁকসা রোডে নিত্যদিন ওভার লোডেড যান চলাচল করছে যার জেরে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বন্ধ হয়ে পড়ে যান চলাচল। স্থানীয়দের আরও অভিযোগ, বিদ্যুৎ দফতরকে বারবার জানালেও বিদ্যুৎ দফতরের কোনো কর্মীর দেখা মেলে নি। শেষমেশ খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তার সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে।
Like Us On Facebook