জমাটি শীতে দুর্গাপুরের কল্পতরু মেলায় পিঠে-পুলি স্টলে পিঠে-পুলির স্বাদ নিতে শিল্পাঞ্চলের মানুষের হুড়োহুড়ি।
কল্যানী থেকে আসা উষারাণী ঢাকা পিঠা স্টল এবার মেলায় সকলের চোখের সামনে গরম গরম নানা রকম পিঠে তৈরি করে পরিবেশন করছে। একই সঙ্গে নলেন গুড়ের রসালো অন্যান্য রকমারি পিঠে-পুলি ক্রেতাদের হাতে গরমাগরম তুলে দিয়ে শিল্পাঞ্চলের মানুষের মন জয় করে নিয়েছে। এদিকে শীত মরসুমে পিঠের স্বাদ নিতে পিঠে পুলি তৈরির নানান ঝক্কি ঝামেলা এড়িয়ে অনেকেই তাই ভিড় জমিয়েছেন কল্পতরু মেলার হাতেগরম পিঠে-পুলি স্টলে।
Like Us On Facebook