নদীপাড়ের ভাঙন রোধ ও কর্মসংস্থানে ভেটিভার ঘাস রোপণ করার উদ্যোগ নিল দুর্গাপুর-ফরিদ ব্লক প্রশাসন। বর্ষার জলে প্রতিবছরই অজয় নদের পাড়ের ভাঙন হয়। দুর্গাপুর-ফরিদপুর ব্লক প্রশাসন অজয় নদের পাড়ের ভাঙন রোধে গোগলা ও গৌরবাজার এলাকায় এক কিলোমিটার করে মোট দু’কিলোমিটার এলাকায় ভেটিভার ঘাস রোপণ করল। ভেটিভার ঘাসের শিকড় মাটির গভীরে পৌঁছে মাটিকে শক্ত করে ধরে থাকে। এতে ভূমি ক্ষয় অনেকটাই রোধ হয়। পাশাপাশি ভেটিভার ঘাসের তৈরি টেবিল ম্যাট, ডোর ম্যাট, টেবিল সাজানোর সামগ্রীর বাজারে ভাল চাহিদা আছে।
এদিন প্রায় এক লক্ষ ভেটিভার ঘাসের চারা রোপণ করা হল অজয় নদের পাড়ে। ভেটিভার ঘাস রোপণে একদিকে অজয় নদের পাড়ের ভূমি ক্ষয় রোধ করে পাড়ের ভাঙন রোধ, অপর দিকে স্থানীয় মানুষের কর্মসংস্থান করা হবে এই ভেটিভার ঘাসের থেকে তৈরি মাদুর সহ বিভিন্ন হস্তশিল্প সামগ্রী বাজার জাত করে।
দুর্গাপুর-ফরিদপুর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, এমজিএনআরইজিএস প্রকল্পের অধীনে ভেটিভার ঘাস রোপণ করতে গোগলা ও গৌরবাজার এলাকায় মোট ৩৪০০ অদক্ষ কর্মী কাজ করেছে।