ফের একবার করোনার বাড়-বাড়ন্ত রুখতে কলকাতায় ইতিমধ্যে শুরু হয়েছে রাত্রিকালীন পুলিশি অভিযান। এবার দুর্গাপুরেও রাত্রিকালীন পুলিশি অভিযানে জোর দিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার রাতভর অভিযান চলে দুর্গাপুরে।
করোনার বাড়-বাড়ন্ত রুখতে রুখতে এবার কড়া দুর্গাপুর মহকুমা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় সরকারের জারি করা করোনা সংক্রান্ত বিধি নিষেধ কার্যকর করতে একযোগে রাস্তায় নামলেন দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী ও আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (ইস্ট) অভিষেক গুপ্তা। যারা বিধি ভেঙে রাস্তায় নেমেছিলেন তাঁদের আটক করে পুলিশ। এদিন তিন জনকে আটক করে পুলিশ। দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী জানিয়েছেন, এই অভিযান জারি রাখবে প্রশাসন।
Like Us On Facebook