মিনিবাসের সামনে পড়া এক বেপরোয়া টোটোকে বাঁচাতে মিনিবাসের চালক ব্রেক কষায় মিনিবাসের এক মহিলা যাত্রী সিট থেকে পড়ে গেলে মাথা ফেটে রক্তাক্ত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের এডিডিএ কার্যালয়ের সামনে। এই ঘটনায় গুরুতর আহত ওই মহিলাকে পুলিশ ও স্থানীয় মানুষ মিনিবাস থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।
এদিনের এই ঘটনার পর মিনিবাসের যাত্রীরা রাস্তায় বেপরোয়া টোটোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হন। জানা গেছে, আহত ওই মহিলার নাম সন্ধ্যা চক্রবর্তী। দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা। বাস যাত্রীরা বলেন, ‘একটি বেপরোয়া টোটো হঠাৎ করে মিনিবাসের সামনে চলে আসে। মিনিবাসের চালক সময়ে ব্রেক না ধরলে টোটোর যাত্রীরা বাস চাপা পড়তেন। মিনিবাস চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।’