বুধবার সকালে ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান তুলে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজের সামনে মিছিল বের করলে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষই পরস্পর বিরোধী অভিযাগ করে। টিএমসিপি সদস্যদের অভিযোগ, কলেজে সেমিস্টার পরীক্ষা চলছে, কলেজের সামনে মাইক বাজানোর প্রতিবাদ করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এভিবিপি সদস্যরা। এরপরেই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাল্টা এবিভিপি’র অভিযোগ, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে টিএমসিপি’র সদস্যরা।

জানা গেছে, এদিনের ছাত্র সংঘর্ষে এবিভিপির পনেরো জন এবং টিএমসিপি র ছয় জন আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। গোটা এলাকা থমথমে। অপ্রীতিকর ঘটনা রুখতে দুর্গাপুরের ডিসিপির অভিষেক গুপ্তা এবং এসিপি তথাগত পান্ডের নেতৃত্বে কলেজের সামনে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। পরে এবিভিপির সদস্যরা এনটিএস থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

Like Us On Facebook